
#ওয়েব_ডিজাইন_এন্ড_ডেভেলপমেন্ট?
ওয়েব ডিজাইন এবং এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের লেখা :
ওয়েব ডিজাইন কেন শিখবেন?
• শুধুমাত্র আমেরিকাতেই ২০.১+ বিলিয়ান মার্কিন ডলারের মার্কেট রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট খাতে।
• প্রতি মাসে পৃথিবীতে ১৬ মিলিয়নের বেশি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে।
• প্রায় ৭০ শতাংশ ওয়েব সাইট ই-প্রিমিয়াম হয় অর্থাৎ, কাউকে না কাউকে টাকা দিয়ে করানো হয়ে থাকে।
এবার চিন্তা করুন, এই মার্কেটে আপনি কেন নিজেকে নিযোগ করবেন না ???? এখনই সুযোগ ,যত দিন যাবে প্রতিযোগীতা আরো বাড়বে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন…
আর এই ক্রমবর্ধমান কাজের ক্ষেত্রেই যদি আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন তাহলে এটাই হবে আপনার লাইফের সেরা সিদ্ধান্ত।
বর্তমান যুগ ওয়েবের যুগ তাহলে ,কেন আপনি এই সুযোগ হাতছাড়া করবেন বরং এখনই উপযুক্ত সময়,……
আসলে এই কাজটা কিভাবে হয়?
সিম্পল,প্রথমে কাজ শিখতে হবে।কাজ শেখার পরে ইন্টারনেটে এবং ইন্টারনেটের বাইরেও বিভিন্ন জায়গা থেকে ওয়েব ডিজাইনের কাজ সংগ্রহ করে সেগুলো করতে পারবেন।
বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটেই প্রতিদিন কয়েক হাজারের বেশি জব পোষ্ট করা হয়, ভালভাবে স্কীল ডেভেলপ করতে পারলে থাকছে কাজ করার অফুরন্ত সুযোগ।
কি কি শিখতে হবে এবং কতদিন লাগবে কাজের উপযোগী হতেঃ
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ক্যাটাগরীর দুটি আলাদা লেভেল। আপনাকে এর জন্য প্রথমে web design শিখতে হবে এবং কমপ্লিট হওয়ার পরে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে ।
ওয়েব ডিজাইন পার্টে শিখতে হবে- HTML , CSS ,(সাথে JavaScript এর ব্যবহার এবং এদের ফ্রেমওয়ার্ক bootstrap,Reactjs,Jquery প্রভৃতি ), Responsive Web Design এ সি এস এস এর ব্যবাহার এবং সি এস এস৩ এ ব্রাওজার সাপর্ট প্রপারটি এবং ভ্যালু খুব প্রয়োজনীয় ইত্যাদি।
ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আপনাকে – PHP with laravel framework or python with django or flask and Detabase system with”mysql,or magento,ASP.net framework etc.
সি এম এস সিস্টেমের মধ্যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ মূলতঃ
Word press , Joomla , Drupal , Mengento , Wix,Weebly,Blogspot,Shopifyইত্ যাদি এর যে কোন একটি শিখতে হবে । তবে বর্তমান মার্কেট অনুযায়ী PHP,,Laravel,Python,django,C# with asp.net framework,,mysqlJavaScript, JavaScript lybraries শেখা খুব প্রয়োজনীয় ।
ওয়েব ডিজাইন মোটামুটি 3 মাসেই কমপ্লিট করা সম্ভব। আর ডেভেলপমেন্ট শিখতে আরো 4 মাস লাগতে পারে। এর পরে প্র্যাক্টিস, পোর্টফোলিও ইত্যাদি করতে মোট ৩-৪ মাসের মধ্যে কাজের উপযোগী হয়ে উঠেতে পারবেন। যদি ভাল করে শ্রম দিতে পারেন তাহলে আরো দ্রুত সম্ভব।
একাডেমিক শিক্ষায় আমরা যদি ১২-১৫ বছর সময় দিতে পারি একটা চাকরির জন্য আর এখানে আপনি 12 মাস ব্যয় করতে পারবেন না ভবিষ্যতের জন্য।
আর তাই এখনই সময় নিজেকে একজন ওয়েব ডিজাইনার/ডেভেলপার হিসাবে গড়ে তোলার।
On Mon, 14 Dec 2020, 8:57 pm nazmulhasan ronee, <nazmulhasanronee@gmail.com> wrote:
#ওয়েব_ডিজাইন_এন্ড_ডেভেলপমেন্ট_কি –? Web design and development হচ্ছে ওয়েবসাইট তৈরি করার কাজ। যদি জানতে চান ওয়েবসাইট কি, তাহলে আপনি এখন যেখানে আছেন এটি একটি ওয়েব সাইট। আরো একটি উদাহারন দেয়া যায়, আমরা যে ফেইবুক ব্যবহার করি এটাও একটি ওয়েব সাইট।এই রকম প্রতিটি কোম্পানী বা অনেক ব্যক্তিরাও তাদের নিজেদের অনলাইন পরিচিতির জন্য ওয়েবসাইট তৈরী করে থাকে যাতে ইন্টারনেট থেকে তাদের সম্পর্কে মানুষ বিভিন্ন তথ্য জানতে পারে।ওয়েব ডিজাইনে কি পরিমাণ আয়ের সুযোগ আছে?ওয়েব ডিজাইন দিয়ে অনলাইনে ক্যারিয়ার শুরু করার অন্যতম প্রধান কারন হচ্ছে ,এর ক্রমবর্ধমান কর্মক্ষেত্র । এটি শিখতে অন্যান্য অনেক কাজের তুলনায় সহজ এবং যেহেতু এর প্রচুর চাহিদা রয়েছে তাই শেখার পরে কাজ করার অফুরন্ত সুযোগও রয়েছে ।এছাড়াও ওয়েব ডিজাইন শেখার আরেকটি প্রধান কারন হচ্ছে এটি এখন শিখলে এখনই কাজ করা সম্ভব, তাই অন্যান্য কাজের মত কাজ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না ।এই পৃথিবীতে প্রতি ১ মিনিটে প্রায় ৫৭১ টি নতুন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে । তার মানে ঘন্টায় ৩৪২৬০ । এবার ভাবুন মাসে কতগুলো ! বর্তমানে প্রায় বিলিয়নের উপরে অ্যাক্টিভ ওয়েবসাইটরয়েছে পৃথিবীতে। প্রায় ২৯৪ মিলিয়ন ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছিল ২০১৫ এর শুরুর দিকে।একবার ভেবে দেখেছেন কি , এই ওয়েবসাইট গুলো কারা তৈরি করে ?এগুলো কিন্তু কোন মেশিন বা রোবট তৈরি করে না এগুলো তৈরী করেন আপনার আমার মত সাধারন মানুষ যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে জানেন ।সব চাইতে মজার বিষয় হচ্ছে প্রতিদিন যে হারে নতুন নতুন ওয়েবসাইট তৈরির প্রযোজন পড়ছে, নতুন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কিন্তু সে হারে তৈরি হচ্ছে না।প্রতিনিয়ত মার্কেটে ওয়েব ডিজোইনার ও ডেভেলেপারের ঘাটতি বেড়েই চলছে। ……………………….